ছবি তোলার অপরাধে নারীদের কাছে গণপিটুনি খেল পুলিশকর্মী!

এক কাশ্মিরী নারীর ছবি তুলছিলেন পুলিসকর্মী। এই অভিযোগে তাকে রাস্তার মাঝে বেঁধে রেখে পেটালেন নারীরা।

ঘটনাটি ঘটেছে ভারত অধিকৃত কাশ্মীরে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি।

সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক পুলিসকর্মীর হাত বেঁধে রাস্তার মাঝে বসিয়ে মারধর করছেন বোরকা পরা নারীরা। শনিবার কাশ্মীরের গান্ডেরবাল জেলার মনিগ্রামে ঘটেছে ঘটনাটি। অভিযোগ কাশ্মীর পুলিশের ওই কনস্টেবল রাস্তায় নারীদের ধাওয়া করছিলেন এবং মোবাইল ক্যামেরায় তাদের ছবি তুলছিলেন।

প্রথমে কেউ প্রতিবাদ করার সাহস না পেলেও একাধিক মহিলার সঙ্গে এই একই কর্মকাণ্ড করার পরেই এলাকার বাসিন্দারা খেপে ওঠে। পরে আবার ওই একই কাজ করতে গেলে হাতে নাতে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা। তারপরেই তাঁকে ধরে ফেলে হাতবেধে রাস্তার মাঝে শাস্তি দেওয়া হয়। থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতারও করে।

তাকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। ‌‌