ছাত্রলীগের সশস্ত্র মহড়ার ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা

কিশোরগঞ্জের হোসেনপুরে বিজয় দিবসের শোভাযাত্রায় ছাত্রলীগের সশস্ত্র মহড়ার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার সুলতান মাহমুদ কনিক ও ক্যামেরাপার্সন আলম ফয়সাল। শনিবার সকাল ৯টার দিকে হোসেনপুর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় ক্যামেরা ভাঙচুর করে আটকে রাখা হয় তাদের। খবর পেয়ে স্থানীয় নেতাদের সহায়তায় আধা ঘণ্টা পর তাদের উদ্ধার করে ক্যামেরা ফেরত দেয়া হলেও মেমোরি কার্ড ফেরত দেয়নি নেতারা।

জানা গেছে, দলীয় কোন্দলের জের ধরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয় উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন অপু ও সাধারণ সম্পাদক নাজমুল সাকিবের সমর্থকরা।

এসময় পাশের একটি বহুতল ভবনের ছাদ থেকে সেই ছবি ধারণ করতে গেলে ছাদে উঠে হামলা চালায় তারা। ঘটনার পর হোসেনপুর থানায় অভিযোগ করা হয়েছে। আহত রিপোর্টার ও ক্যামেরা পার্সন সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।