ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম সড়কে তীব্র যানজট

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় তীব্র যানজটে নাকাল যাত্রী ও পরিবহন শ্রমিকরা। মুন্সীগঞ্জের ভবেরচর এলাকায় যানজটের প্রভাব কুমিল্লার দাউদকান্দির অংশেও পড়েছে।

শুক্রবার যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক দলকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

গজারিয়া পরিবহনের চালকের সহকারী (হেলপার) সাঈদ জানান, শুক্রবার মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় এ রোডে যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়া মেঘনা-গোমতী সেতুর পাশে একটি ট্রাক বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় পড়ে। এতে আজ সকাল থেকেই সড়কের গজারিয়া অংশে মেঘনা সেতুর জামালদি বাসস্ট্যান্ড থেকে অসহনীয় যানজট সৃষ্টি হয়। এটি মেঘনা-গোমতী সেতু পর্যন্ত বিস্তৃত হয়। গজারিয়া অংশের প্রায় আট কিলোমিটার সড়ক জুড়ে যানজট সৃষ্টির ফলে তীব্র গরমে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়াতে যানবাহন চলাচলে চাপ বাড়তে থাকলে যানজট সৃষ্টি হয়।

ওসি আরো বলেন, চার লেনের যানবাহনগুলো যখন দুই লেনের (মেঘনা) সেতুতে উঠতে যায় তখন যানবাহনগুলোকে ধীরগতিতে সেতুতে উঠতে হয়। এ কারণে মহাসড়কে যানজটের মাত্রা বেড়ে যায়। এ ছাড়া অনেক সময় লোড করা ট্রাকগুলো সেতুতে উঠতে গেলে বিকল হয়ে পড়ে, এতে যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে হাইওয়ের একাধিক পুলিশের দল কাজ করছে।