ছুটির দিনে লাইব্রেরি চালুর দাবি কুবি শিক্ষার্থীদের

ইমদাদুল হক মিরন, কুবি প্রতিনিধি : জ্ঞান-বিজ্ঞান চর্চার অন্যতম স্থান লাইব্রেরি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই চর্চার গুরুত্বের কথা না বললেই চলে। উচ্চশিক্ষার পর্যায়ে বিশ্ববিদ্যালয়সহ যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানেই জ্ঞানপিপাসু শিক্ষার্থীরা তাদের জ্ঞানের চাহিদা পূরণের লক্ষ্যে দীর্ঘসময় কাটায় লাইব্রেরিতে। খুঁজে ফেরে তারা জ্ঞানের উৎস নতুন বই। প্রত্যেকটা শিক্ষা-প্রতিষ্ঠানেই লাইব্রেরির প্রয়োজনীয়তা তাই অপরিহার্য।

বিশ্ববিদ্যালয়েকে গবেষণা কেন্দ্র হিসেবে ধরা হলে লাইব্রেরিই তার প্রাণ। শিক্ষার্থীরা ছুটির দিনে অবসর সময়টাতে বই পড়ার জন্য অধিক সময় ব্যয় করবে এটিই বেশিরভাগ শিক্ষার্থীর প্রত্যাশা।

প্রতিষ্ঠার একযুগ পেরিয়ে নানা সীমাবদ্ধতায় আড়ষ্ট হয়ে আছে লালমাই পাহাড়ের কোলঘেষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জ্ঞানচর্চা ও গবেষণাগার লাইব্রেরিটি। একদিকে যেমন রয়েছে প্রয়োজনীয় বইয়ের অপ্রতুলতা, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছুটির দিনে বন্ধ থাকছে লাইব্রেরি। শুক্র ও শনিবার ছুটির দিনে লাইব্রেরি বন্ধ থাকায় বই সংগ্রহ ও ছুটির দিনে বই পড়া নিয়ে সমস্যায় পড়েছে সাধারণ শিক্ষার্থীরা।

ছুটির দিনে লাইব্রেরি বন্ধ থাকার অসুবিধা উল্লেখ করে লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী এনামুল হক বলেন, ‘সাপ্তাহিক ছুটির দিনে লাইব্রেরিতে পড়ার জন্য সময় থাকলেও লাইব্রেরি বন্ধ থাকায় লাইব্রেরিতে বসে পড়া সুযোগ পাই না। একইসাথে এই দুদিন বই লেনদেন করাও সম্ভব হয় না।’

এদিকে লাইব্রেরিতে বইয়ের সংকট ও ছুটির দিনে লাইব্রেরি চালু রাখার প্রসঙ্গে বাংলা বিভাগের শিক্ষার্থী হোসাইন আহমেদ সৌরভ বলেন, ‘লাইব্রেরিতে থাকা বইগুলো আমাদের চাহিদার ২০ ভাগও পূরণ করতে পারছে না। তাছাড়া আমাদের প্রয়োজনীয় বর্তমানকালের সাহিত্যিকদের বই নেই বললেই চলে। ছুটির দিনে শিক্ষার্থীরা একটু সাহিত্যচর্চার ফুরসত পায়। কিন্তু, এ সময়টাতে লাইব্রেরি বন্ধ থাকায় আমরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মহি উদ্দিন মোহাম্মদ তারিক ভূঁঞা বলেন, ‘শুক্র ও শনিবারে লাইব্রেরি চালু রাখা শিক্ষার্থীদের জন্য প্রয়োজন, এতে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা নীতিগতভাবে চাই, ছুটির দিনেও লাইব্রেরি চালু থাকুক। আমরা সার্ভিস দিতেও প্রস্তুত। তবে এক্ষেত্রে আমাদের আরও জনবলের পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তার প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এসবের যথাযথ ব্যবস্থা হলে ছুটির দিনে লাইব্রেরি খোলা রাখা যাবে।’