ছেলের হাতে মার খেয়ে আদালতে কী বললেন সেই বাবা!

ছেলের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত দেখালেন সেই প্রহৃত বাবা।

যে ছেলেকে হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন বাবা, সেই বাবার গায়ে হাত তুলেছিল ভারতের অশোকনগরের প্রদীপ বিশ্বাস।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরম শ্রদ্ধেয় পিতাকে এমন মারধরের ভিডিও ভাইরাল হয়ে পড়লে বুধবার ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। কিন্তু পুত্রশোকে আপ্লুত পিতার হৃদয়। ছেলেকে ছাড়াতে আদালতে আত্মহত্যার হুঁশিয়ারি পর্যন্ত দেন প্রহৃত পিতা মানিকলাল বিশ্বাস।

মানিকলালের এমন আবেদনে স্থানীয়দের বক্তব্য, আরও একবার প্রমাণ পেলাম, সন্তান কুলাঙ্গার হতে পারে, কিন্তু কুপিতা হন না।

ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজের খবর, বৃহস্পতিবার প্রদীপ বিশ্বাসকে তোলা হয় কলকাতার বারাসত আদালতে। আর সেখানেই বাবার স্নেহ উপচে পড়ল এমন ছেলের ওপর।

ছেলের জামিন চেয়ে পিতা মানিকলাল আদালতে বলেন, একমাত্র ছেলে আমার। ওকে ছাড়া চলবে না। আমি ওকে মাফ করে দিলাম।

এসময় কান্নায় ভেঙে পড়ে তিনি বিচারকের কাছে আর্জি জানান, প্রদীপকে জামিন না দিলে আমি আত্মহত্যা করব।

পিতার এমন আর্জিতে সাড়া দিলেন বিচারক। জামিনে মুক্তি পেলেন প্রদীপ বিশ্বাস।

প্রসঙ্গত. ২০ অক্টোবর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।

সেখানে দেখা গেছে, একজন যুবক অশীতিপর এক বৃদ্ধকে নানা প্রশ্নে ধমকাচ্ছেন ও বেধড়ক চড়-থাপ্পর দিচ্ছেন।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এ নির্মম ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর ভারতের উত্তর ২৪ পরগনার অশোকনগরের জেলার অশোকনগর-কল্যাণগড় পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিল্ডিং মোর এলাকায়।

কেন ডায়াবেটিস রোগী মাকে মিস্টি খাওয়ালো এই ‘অপরাধে’ বৃদ্ধ বাবাকে তখন বেধড়ক চড়-থাপ্পড় দিয়েছিল ছেলে প্রদীপ।

ভিডিওটি স্থানীয় আইনশৃঙ্খলাবাহিনীর নজরে এলে তারা প্রদীপকে গ্রেফতার করে নিয়ে যায়।