জঙ্গিরা বেঁচে আছে বলে মনে হয় না : র‍্যাব

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‍্যাব-৭।

শুক্রবার ভোর থেকে উপজেলার জোরারগঞ্জের সোনা পাহাড় এলাকার ‘চৌধুরী ম্যানসনে’ এ অভিযান চালানো হচ্ছে।
অভিযানের বিষয়ে সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব-৭ এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম সাংবাদিকদের বলেন, ‘বাড়ির ভেতরে ৫ জঙ্গির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছি। সকালে কয়েক দফা বোমা বিস্ফোরণের পর মনে হয় না তাদের কেউ আর বেঁচে আছেন।’

তিনি বলেন, ‘তবে একতলা বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য রয়েছে। ঢাকা থেকে র‌্যাবের বোম্ব ডিসপোজাল টিম সকাল সাড়ে ৯টার দিকে জোরারগঞ্জে পৌঁছেছে। তারা বাড়ির ভেতরে তল্লাশি করবে।’

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টা থেকে চট্টগ্রাম মহাসড়কের পূর্বপার্শ্বের চৌধুরী ম্যানশন ঘিরে রাখে র‍্যাব। এরপর ভোরে অভিযান চালানো হয়।

ভোর চারটার দিকে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা ভেতর থেকে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বাড়ির ভেতরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়।

ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব-৭ এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বলেন, ‘রাত থেকে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের কয়েক দফা গুলি বিনিময় হয়েছে। জঙ্গিরা ঘরের ভেতরে বড় ধরনের বিস্ফোরণ ঘটিয়েছেন।’

এদিকে, রাতেই বাড়ির মালিক মাজহার চৌধুরী এবং কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‍্যাব।

বাড়ির মালিকের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ২৯ সেপ্টেম্বর দুই ব্যক্তি বাড়িটি ভাড়া নেন। তারা চট্টগ্রামের একটি রড নির্মাণকারী প্রতিষ্ঠানে চাকরি করেন বলে পরিচয় দিয়েছেন।