জন্মবিরতিকরণ ওষুধের কারণে কি জরায়ুমুখের ক্যানসার হয়?

জরায়ুমুখের ক্যানসার নারীদের মধ্যে বেশ প্রচলিত। ঋতুস্রাবের চক্রের মাঝে রক্তক্ষরণ, সহবাসের সময় রক্তক্ষরণ ইত্যাদি জরায়ুমুখের ক্যানসারের লক্ষণ। সাধারণত অল্প বয়সে বিয়ে,পারিবারিক ইতিহাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ ইত্যাদি কারণে জরায়ুমুখের ক্যানসার হয়।

তবে অনেকের ধারণা জন্মবিরতিকরণ ওষুধ খেলে জরায়ুমুখের ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। ধারণাটি কি সঠিক?

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৮৭তম পর্বে কথা বলেছেন ডা. রওশন আরা। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশানে রয়েছেন।

প্রশ্ন : জন্মনিরোধক ওষুধের কারণে কি জরায়ুমুখের ক্যানসার হয়?

উত্তর : আসলে এটি একটু দ্বন্দ্বমূলক। এটি নিয়ে দুই ধরনের মত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে এটি প্রোটেকটিভ অর্থাৎ সুরক্ষা দেয়। আবার কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে এটি প্রোটেকটিভ বা সুরক্ষিত নয়। তাই বিষয়টি সম্পর্কে খুব নির্দিষ্ট করে বলা যায় না। তবে সবক্ষেত্রেই চিকিৎসকের পরামর্শ নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। সচেতন হতে হবে এসব বিষয়ে।