জাতিসংঘে বিশ্বনেতাদের কাছে হাসির পাত্র হলেন ট্রাম্প

পৃথিবীর সবচেয়ে বড় সভামঞ্চ। মন্ত্রী, রাষ্ট্রদূত, কূটনীতিক ও অন্যান্য অতিথি নিয়ে সভায় মিলিত হয়েছেন ১০০’রও বেশি বিশ্বনেতা। তাক করা আছে বিভিন্ন দেশের, ভাষার কয়েকশ’ মিডিয়ার ক্যামেরা। সবারই মনোযোগ বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে।

জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। বক্তব্যের একপর্যায়ে ট্রাম্পের কথায় হঠাৎই হেসে উঠলেন হল ভর্তি বিশ্বনেতারা। এসময় ট্রাম্প বলছিলেন, ‘আমেরিকার ইতিহাসে প্রায় সকল প্রশাসনের চেয়ে তার প্রশাসনের অর্জন সবচেয়ে বেশি।’

একথার পরপরই সমস্বরে হেসে ওঠেন সবাই। বিব্রত হয়ে পড়েন ট্রাম্প।

মুখে চওড়া হাসি টেনে বলেন, এমন প্রতিক্রিয়া আশা করেন নি তিনি।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ঘটে এই নজিরহীন ঘটনা।

তবে গত অধিবেশনে আক্রমণাত্মক অকূটনৈতিক ভাষায় কথা বললেও এবারে কিছুটা সুর নরম করেন ট্রাম্প। গতবার উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিম জং উনকে রকেটম্যান আখ্যা দিলেও এবার পারমাণবিক প্রকল্প থেকে সরে আসতে উনের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে তোপ দাগাতে ভুলেন নি ইরানের বিরুদ্ধে। সিরিয়া সংকটের দায় চাপান দেশটির উপর।

চীনের সাথে অসম বাণিজ্য মেনে নেয়া হবে না বলেও জানান ট্রাম্প।