জাহাজ চলবে ১০০ কিলোমিটার গতিতে (ভিডিও)

প্রতি ঘণ্টায় প্রায় ১০৭ কিলোমিটার গতিতে চলবে জাহাজ। জাহাজটি নির্মাণ করেছেন অস্ট্রেলীয় একটি শিপইয়ার্ড প্রতিষ্ঠান। আর এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বেসামরিক জাহাজ।

দ্রুতগামী ওই জাহাজটির নাম ‘ফ্রান্সিসকো’। ভ্যাটিকানের ক্যাথলিক পোপের নাম অনুসরণ করেই জাহাজটির এই নাম দেয়া হয়েছে। জাহাজটি কয়েক বছর আগেই নির্মাণ করা হয়েছে। তবে এখনো ফ্রান্সিসকো’র গতিকে অতিক্রম করতে পারেনি অন্য কোনো জাহাজ।

ওই জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কিম ক্লিফোর্ড এই জাহাজটিকে বিশ্বের সবচেয়ে দ্রুগগামী জাহাজ বলে আখ্যায়িত করেছেন।

জাহাজটিতে বোয়িং ৭৪৭-এ নামে দুটি জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এগুলো ৫৯ হাজার হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে।

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এই বেসামরিক জাহাজটি এক হাজার যাত্রী ও ১৫০টি গাড়ি বহন করতে সক্ষম। যাত্রী বহনকারী জাহাজটি ডুয়েল-ফুয়েল প্রযুক্তিসমৃদ্ধ। এর নির্মাণে ব্যবহৃত হয়েছে অনুপম প্রযুক্তির সব অত্যাধুনিক সামগ্রী।