জিডিপি: আ’লীগ ১০, বিএনপি ১১ শতাংশ উন্নীত করতে চায়

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপি ইশতেহার প্রকাশ করেছে।

নির্বাচনী ইশতেহারে ক্ষমতাসীন দল ২১ ও বিএনপি ১৯ অঙ্গীকার করেছে।

ক্ষমতায় গেলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দুদলই।

আওয়ামী লীগ জানিয়েছে, তারা ক্ষমতায় গেলে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি) হার ১০ শতাংশে উন্নীত করবে।

অন্যদিকে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে ১১ শতাংশ প্রবৃদ্ধি উন্নীত করার কথা বলেছে।

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের হোটেল লেকশোয় সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থনীতিকে ফোকাস করে বিএনপির ইশতেহারে বলা হয়েছে-রফতানি প্রবৃদ্ধির হার তিনগুণ বাড়ানো হবে। রফতানি পণ্যের বহুমুখীকরণ করা হবে। শেয়ার মার্কেট, ব্যাংক ও সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ লুটের তিক্ত অভিজ্ঞতা থেকে কেউ যাতে এমন দুর্নীতি করতে না পারে, সে জন্য এসব প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডে যোগ্য, সৎ ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেয়া হবে।

এ ছাড়া ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশন বিলুপ্ত করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক পরিচালনা ও তদারকির ভার কেন্দ্রীয় ব্যাংকের হাতে ছেড়ে দেয়া হবে।

বিএনপির ইশতেহারে অঙ্গীকার করা হয়েছে-ক্ষমতা নেয়ার প্রথম বছরে বিদ্যুৎ ও আবাসিক গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে না। বিদ্যুৎ ও গ্যাসের মূল্যে সব প্রকার অসঙ্গতি দূর করা হবে।