জি-মেইলের ফ্রি ইনবক্স স্ক্যানিং বন্ধ ঘোষণা

জিমেইল ব্যবহারকারীদের বিনামূল্যে ইনবক্স স্ক্যানিং বন্ধের ঘোষণা দিয়েছে গুগল। চলতি বছরের পর থেকে এসব ব্যবহারকারীর ইনবক্স স্ক্যান করবে না মার্কিন প্রতিষ্ঠানটি। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ এড়ানোর জন্য এরই মধ্যে জি সুইট সেবা ব্যবহারকারীদের যোগাযোগ তথ্য স্ক্যান বন্ধ করা হয়েছে।

গুগলের ক্লাউড কম্পিউটিং বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডায়েন গ্রিন এক ব্লগ পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

গুগল বিনামূল্যে জিমেইল ব্যবহারকারীদের ইনকামিং এবং আউটগোয়িং ই-মেইল বিশ্লেষণ করে থাকে। প্রতিষ্ঠানটির এ ধরনের কাজে ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘিত হওয়ায় অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি মূলত গ্রাহকচাহিদার ভিত্তিতে বিজ্ঞাপন প্রদর্শনের লক্ষ্যে ইনবক্স স্ক্যান করত।

ডায়েন গ্রিন জানান, গুগলের জি সুইট সেবা গত বছর অনেক উদ্যমী ব্যবহারকারী পেয়েছে এবং ৩০ লাখের অধিক কোম্পানি জি সুইট সেবার জন্য গুগলকে অর্থ পরিশোধ করেছে। জি সুইট ব্যবহারকারীর তথ্য স্ক্যান বন্ধের পরই সেবাটির গ্রাহক বাড়ে। জিমেইলের ক্ষেত্রেও এমনটা হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, বিনামূল্যে এবং বিজ্ঞাপন সহায়ক ই-মেইল সেবা জিমেইলের যাত্রা শুরু হয় ২০০৪ সালে। বর্তমানে ১২০ কোটির বেশি মানুষ ৭২টি ভাষায় এটি ব্যবহার করছেন।

সূত্র: রয়টার্স