জেলে কেমন কাটছে নওয়াজ ও মরিয়মের

‘বি’ ক্লাস বন্দি হিসেবে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে প্রথম রাত কাটালেন নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম শরিফ। লন্ডন থেকে ফিরতেই দুর্নীতির দায়ে অভি‌যুক্ত প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী নওয়াজকে শুক্রবার গ্রেফতার করে জেলে নিয়ে ‌যাওয়া হয়।

পাকিস্তানে ‘বি’ ক্লাস বন্দিরা বেশকিছু সুবিধা পেয়ে থাকেন। তারা জেলে টিভি, এসিও বসাতে পারেন। নিতে পারেন খবরের কাগজ। এর খরচ অবশ্য তাদের নিজেদের বহন করতে হয়।

ডন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামাবাদে কোনও গেস্ট হাউসে তাদের রাখা হতে পারে। সেই গেস্ট হাউসকেই জেল বলে গণ্য করা হবে।

‘বি’ ক্লাসের বন্দিদের সাধারণত সশ্রম কারাদণ্ড হয় না। এরা ‘সি’ ক্লাসের বন্দিদের শিক্ষায় সাহা‌য্য করে থাকেন। ‘এ’ ও ‘বি’ ক্লাস বন্দিদের ঘরে সাধারণভাবে থাকে একটি খাট, একটি টি পট, একটি লুন্ঠন, চেয়ার, একটি তাক, কাপড় কাচার সরঞ্জাম।

প্রসঙ্গত, অ্যাভেনফিল্ড ফ্ল্যাট দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের উচ্চ আদালত। আর নওয়াজকে এই কাজে সহযোগিতার জন্য মরিয়ম নওয়াজকে সাত বছরের জেল দেওয়া হয়।