‘জেল কোড অনুযায়ী খালেদা জিয়া সাধারণ বন্দি’

কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছেন, জেল কোড অনুযায়ী সাধারণ বন্দি হিসেবে কারাগারে আছেন খালেদা জিয়া। রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি ।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে দেওয়া খাবার প্রসঙ্গে কারা মহাপরিদর্শক বলেন, ‘সাধারণ বন্দি হিসেবেই তাকে খাবার দেওয়া হচ্ছে। শুধুমাত্র শুকনো খাবার, ফলমূল স্বজনরা আনলে সেগুলো এলাউ করা হচ্ছে।’

এসময় আদালতের নির্দেশ পেলে তাকে ডিভিশন বা অন্যান্য সুবিধা দেওয়ার কথা জানান তিনি।

খালেদা জিয়া কয়েদির পোশাক পরছেন কিনা জানতে চাইলে কারা মহাপরিদর্শক বলেন, জেল কোড অনুসারে একজন সাধারণ বন্দির কয়েদির পোশাকই পরার কথা।

তবে বিষয়টি নিশ্চিত করেননি তিনি।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন অস্থায়ী ৫ম বিশেষ জজ আদালত। সেদিনই রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি হিসেবে নিয়ে যাওয়া হয়। গত চার দিন ধরে একমাত্র আসামি হিসেবে তিনি এই কারাগারের একটি কক্ষে রয়েছেন।