জয়ার ‘বিসর্জন’ দিয়ে বছর শুরু

বছরের প্রথম শুক্রবার সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘বিসর্জন’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও জয়া আহসান। ‘বিসর্জন’ ছবিটি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে প্রদর্শন করা হচ্ছে। এর পরিবর্তে কলকাতায় পাঠানো হয়েছে ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি। ওয়াকিল আহমেদ পরিচালিত এ ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এতে অভিনয় করেছিলেন বাপ্পী চৌধুরী ও পরী মণি।

বছরের প্রথম ‘বিসর্জন’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির অফিস সহকারী নিরঞ্জন বিশ্বাস। তিনি বলেন, ‘চলতি বছরে ছবি মুক্তির জন্য দুয়েকটি ছবির নাম নিবন্ধন করা হয়েছে। আগামীকাল মুক্তির জন্য কলকাতার ‘বিসর্জন’ ছবিটি নিবন্ধন করা হয়েছে। এখন আর ওরকম সংখ্যায় ছবি নিবন্ধন হয় না। একটা সময় ছিল যখন তিন-চার মাস আগে থেকে প্রযোজকরা সিনেমা মুক্তির জন্য নাম নিবন্ধন করতেন। গত কয়েক বছরে এই সংখ্যা কমেছে।’

‘বিসর্জন’ ছবির মুক্তি নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমাদের সিনেমা হল চালাতে গেলে প্রতি সপ্তাহেই নতুন চলচ্চিত্র প্রয়োজন হয়। কিন্তু এখন আমাদের হাতে কোনো দেশি চলচ্চিত্র নেই। যে কারণে আমরা আগামীকাল ‘বিসর্জন’ চলচ্চিত্রটি সারা দেশে প্রদর্শন করছি। যদিও কলকাতার চেয়ে দেশি ছবির প্রতি দর্শকদের আলাদা একটা ভালোবাসা রয়েছে। তারপরও কলকাতার ছবি আমদানি করেই বছরটা শুরু করতে হচ্ছে। তবে এই ছবির মূল শিল্পী জয়া আহসান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। তার ছবি দেখার জন্য দর্শক সিনেমা হলে যান। আশা করি এই ছবিটিও দর্শক দেখতে হলে আসবেন।’

গত বছর বাংলাদেশে দেশি ছবি মুক্তি পেয়েছিল ৪২টি। ২০১৭ সালে ৬০টি, ২০১৬ সালে ৫৭টি, ২০১৫ সালে ৬৩টি ও ২০১৪ সালে ৭৬টি ছবি মুক্তি পেয়েছিল সারা দেশে।