টঙ্গীর দুর্ঘটনায় ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

টঙ্গী রেলওয়ে স্টেশন সূত্র জানিয়েছে, এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এক বার্তায় বাংলাদেশ রেলওয়ে তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, ‘সম্মানিত বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার লাইনচ্যুত হওয়ায় ঢাকা-টঙ্গী-ঢাকা রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে, সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখিত।’

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। আহতদের টঙ্গী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।