টয়লেট ভেবে বিমানের ইমার্জেন্সি দরজা খুলে ফেললেন যাত্রী

আকাশে উড্ডয়নকালে টয়লেটের দরজা মনে করে ভুলে বিমানের ইমার্জেন্সি দরজা খুলে ফেললেন এক নারী যাত্রী। এ ঘটনায় বিমানযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

দ্য ন্যাশনাল ক্যারিয়ার সূত্রে হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার সকালে ফ্লাইটটি রানওয়েতে থাকা অবস্থায় ওই নারী ইমার্জেন্সি দরজার বাটন চাপ দেন। ধারণা করা হচ্ছে, টয়লেটে দরজা মনে করে তিনি এমনটা করেন।

এতে ইসলামাবাদগামী পিকে ৭০২ ফ্লাইটটির সাত ঘণ্টা বিলম্ব ঘটে। ঘটনার পর স্ট্যান্ডার্ড অপারেটিং নিয়মানুসারে প্রায় ৪০ জন যাত্রীকে তাদের লাগেজসহ নামিয়ে আনা হয়।

পিআইএ জানায়, যাত্রীদের পরিবহন ও হোটেল সুবিধা দেওয়া হয়। পরবর্তীতে অন্য ফ্লাইটে তাদের ইসলামাবাদ নিয়ে আসা হয়।

পিআইএ’র প্রধান নির্বাহী এয়ার মার্শাল আরশাদ মালিক এই ঘটনার তদন্তের নির্দেশ দেন।

তিনি বলেন, “জাতীয় পতাকাবাহী বিমান সার্ভিস কয়েক বছর ধরে ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সরকার এটি উন্নত করার চেষ্টা করছে।”

এর আগে চলতি বছরের মার্চে আকাশে উড্ডয়নকালে বাইরে থুতু ফেলতে বাংলাদেশের রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানের ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেছিলেন এক যাত্রী।