টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টেস্ট সিরিজের দুটি ম্যাচেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এ নিয়ে বেশ সোরগোলও হয়েছিল দেশের ক্রিকেট অঙ্গনে।

এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। তবে মুশফিকের মতো আর ফিল্ডিং নেওয়ার পথে হাঁটেননি ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

টেস্ট সিরিজের দুই ম্যাচেই হতাশাজনক হারের পর এবার শুরু হচ্ছে বাংলাদেশের ওয়ানডে মিশন। আজ কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি।

ওয়ানডে সিরিজের শুরুতেই বাংলাদেশ খেয়েছে বড়সড় হোঁচট। গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গেছেন বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র মুস্তাফিজুর রহমান। তবে টেস্ট সিরিজে বিশ্রামের পর ওয়ানডেতে আবার দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ যথারীতি মাঠে নেমেছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে।

বাংলাদেশ দল: ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও সাইফুদ্দিন