টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা সংলগ্ন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনার ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বুধবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। তবে এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা নিহতদের বাড়ি দিনাজপুরে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পাথরবোঝাই ট্রাক ও খালি পিকআপের মুখোমুখি সংঘর্ষে উভয় পরিবহনের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দু’জন। দুর্ঘটনায় কবলিত ট্রাক ও নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্ত হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক দ্রুত অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয় বলে দাবি করেন তিনি।