টেস্টে ৩ রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের

প্রতিটি সিরিজ শেষেই র‌্যাংকিং আপডেট করে নেয় ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি। সিরিজ শেষেই দেখা যায় র‌্যাংকিং টেবিলে ওলট-পালট সৃষ্টি হয়েছে। তবে সিরিজ নয়, সামগ্রিক বিবেচনায় বাৎসরিক একটা হিসেবও প্রকাশ করে থাকে আইসিসি। টেস্ট র‌্যাংকিংয়ে বাৎসরিক হিসেব শেষে দেখা যাচ্ছে বাংলাদেশের ৩ রেটিং পয়েন্ট বেড়েছে। যদিও র‌্যাংকিংয়ে ৯ নম্বর স্থানেই রয়েছে মুশফিকুর রহীমের দল।

শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছিল ৬৬। বাৎসরিক হিসেব শেষে দেখা যাচ্ছে বাংলাদেশের সেই রেটিং পয়েন্ট দাঁড়াল ৬৯-এ। ৫ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের। দু’দেশের ব্যবধান এখন মাত্র ৬ পয়েন্টের।

বাৎসরিক হিসেবে শুধুমাত্র ২০১৬-২০১৭ মৌসুম হিসেবে আসেনি। এই হিসেবে এসেছে ২০১৫-১৬ সালের ৫০ ভাগ। এ হিসেবে দেখা যাচ্ছে শীর্ষস্থানটা ভারতেরেই দখলে। বরং. বাৎসরিক হিসেবে তাদের পয়েন্ট বেড়েছে ১টি। ১২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বিরাট কোহলির দল।

দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৮ রেটিং পয়েন্ট বাড়লেও ভারতের চেয়ে তারা পিছিয়ে এখনও ৬ পয়েন্ট। প্রোটিয়াদের মোট রেটিং পয়েন্ট এখন ১১৭। ৮ পয়েন্ট কমেছে অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার চেয়ে মোট ১৭ পয়েন্ট পিছিয়ে অসিরা। তাদের মোট রেটিং পয়েন্ট ১০০।

অস্ট্রেলিয়ার আর সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কার মাঝে রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ৯ পয়েন্টের। ২ পয়েন্ট কমেছে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের। তাদের মোট রেটিং পয়েন্ট এখন ৯৯। ১ পয়েন্ট বাড়লেও ৯৭ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ৬ষ্ঠ স্থানে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ৯৩। তাদের পয়েন্ট কমেছে ৪টি। শ্রীলঙ্কার রেটিং ৯১। তাদেরও বেড়েছে ১ পয়েন্ট।

আইসিসি টেস্ট র‌্যাংকিং

র‌্যাংক দল পয়েন্ট
ভারত ১২৩ (+১)
দক্ষিণ আফ্রিকা ১১৭ (+৮)
অস্ট্রেলিয়া ১০০ (-৮)
ইংল্যান্ড ৯৯ (-২)
নিউজিল্যান্ড ৯৭ (+১)
পাকিস্তান ৯৩ (-৪)
শ্রীলঙ্কা ৯১ (+১)
ওয়েস্ট ইন্ডিজ ৭৫ (+৫)
বাংলাদেশ ৬৯ (+৩)
 জিম্বাবুয়ে ০ (-৫)