ডাকসুতে পুনরায় নির্বাচনের কোনো সুযোগ নেই : প্রোভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. আবদুস সামাদ বলেছেন, ‘ডাকসু নির্বাচন বাতিলের সুযোগ নেই।’

মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অধ্যাপক আবদুস সামাদ।

অধ্যাপক সামাদ বলেন, ‘ডাকসু নির্বাচন যেভাবে সম্পন্ন হয়েছে, সারা দেশের মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছে। আপনারা নিজেরা সাক্ষী। একটি হলে সামান্য অনিয়ম হয়েছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আরেকটা হলে কোনো অনিয়ম হয়নি, সেখানে হাঙ্গামা হয়েছে, আমার ভাষায়। কাজেই ডাকসু নির্বাচন যারা বর্জন করেছে, সেটা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব ব্যাপার। বর্জন করার বা এখন বাতিলের দাবি এটা করার সুযোগ আছে বলে আমার মনে হয় না।’

গত সোমবার ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরেই তা বর্জন করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানায় ছাত্রলীগ ছাড়া অন্য সব সংগঠন।

সোমবার দিবাগত রাতে ফল ঘোষণায় দেখা যায়, ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। এরপরই ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে ছাত্রলীগ। ওই পদে পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে তারা।

ডাকসুর ফল নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করছে প্রতিটি সংগঠন।