ডানা মেলেছে পদ্মাসেতু, দৃশ্যমান ১২শ’ মিটার

জটিলতা কাটিয়ে অবশেষে বসানো হয়েছে পদ্মাসেতুর অষ্টম স্প্যান। জাজিরা প্রান্তে নতুন এ স্প্যানটি বসানোর মাধ্যমে ডানা মেলেছে স্বপ্নের এ সেতু। পদ্মা নদীর দু’প্রান্তে দৃশ্যমান হয়েছে সেতুর ১২শ’ মিটার।

ঘন কুয়াশা আর কারিগরি জটিলতায় নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘণ্টা পর শুরু হয় পদ্মাসেতুর অষ্টম স্প্যান বসানোর কাজ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সেতুর ৩৫ ও ৩৬ নম্বর পিলারের মধ্যে স্প্যান বসানোর কাজ শুরুর কথা থাকলেও কুয়াশা আর কারিগরি জটিলতার কারণে এ কাজ শুরু হয় বেলা ১১টার দিকে।

এর আগে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৬টি ও মাওয়া প্রান্তে ১টি স্প্যান বসানো হয়। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় স্বপ্নের পদ্মা সেতু।

আর গত বছরের জুনে পঞ্চম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হয় ছয় পিলারের একটি মডিউলের কাজ। তার পাশেই নতুন মডিউলের প্রথম আর জাজিরা প্রান্তে ৬ষ্ঠ স্প্যানটি বসানো হয় গত মাসের ২৩ তারিখ। আর এর ১ মাসেরও কম সময়ের মধ্যে আজ বসতে যাচ্ছে জাজিরা প্রান্তের ৭ম স্প্যান।