ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে এবার মাছ চুরির মামলা

গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়ায় এবার মাছ চুরির অভিযোগে একটি মামলা হয়েছে। মামলাটি করেন কাজী মহিবুল রব নামে এক ব্যক্তি।

এ নিয়ে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মোট ৫টি মামলা দায়ের হলো।

বুধবার রাতে ৫ম মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ।

মামলার এজাহার থেকে জানা যায়, জাফরুল্লাহ চৌধুরী তার মালিকানাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের পাশের ১৯.৬৩ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে জবর দখল করার চেষ্টা করছেন এবং জমির মালিকের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবিসহ ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে আসছেন।

মামলায় জাফরুল্লাহ চৌধুরীসহ ২ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জাফরুল্লাহ চৌধুরী তার লোকজন দিয়ে জমিতে থাকা পুকুরের মাছ চুরি করিয়েছেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

এর আগে গেল সোমবার (১৫ অক্টোবর) মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এবং শুক্রবার (১৯ অক্টোবর) ইমাম হাসান নামে আরও এক ব্যক্তি রোববার (২১ অক্টোবর) ডা. জাফরুল্লাহার বিরুদ্ধে মামলা করে।

এছাড়া সেলিম আহমেদ এক ভোক্তভোগীসহ ২৩ অক্টোবর নাসির উদ্দিন নামে আরও এক ব্যক্তি জাফরুল্লাহ চৌধুরীসহ ৪ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় জমি দখল ও চাঁদাবাজির আরও দুটি মামলা দায়ের করেন।

এর মধ্যে তিনটি মামলায় জাফরুল্লাহ চৌধুরী হাইকোর্টে আগাম জামিন আবেদন করলে হাইকোর্ট তার আগাম জামিন মঞ্জুর করেন।