ডিমলায় খ্রিষ্টীয় ধর্মালম্বীদের বড় দিন উৎযাপন

হামিদা আক্তার, নীলফামারী থেকে : খ্রিষ্টীয় ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব বড় দিন উৎযাপিত হয়েছে। প্রভু যিশু খ্রিষ্টের শুভ জন্মদিনে জগতে শান্তি ও কল্যাণ কামনায় খ্রিষ্টান ধর্মীয়দের প্রাথর্না অনুষ্ঠিত হয় সোমবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলার শালহাটি গ্রামের খ্রিষ্টান ধর্মীয় স্থান প্যাগোডায়। বড় দিন উৎসবে উপজেলার ৭টি প্যাগোডায় খ্রিষ্টীয় ধর্মালম্বীদের উৎসাহ উদ্দীপনায় বড় দিন উৎসব পালিত হয়। ফাদার বাসুদেব ভট্টাচার্যের প্রাথর্নায় অংশ গ্রহন করেন খ্রিষ্টীয় ধর্মীয় প্রায় সহস্্রাধিক খ্রিষ্টীয় ধর্মালম্বী লোকজন। ডিমলা থানা পুলিশের এসআই ইলিয়াস আলী ও তার সঙ্গীয় ফোর্সের সার্বক্ষনিক তদারকিতে বড় দিনের প্রার্থনা নির্বিঘেœ অনুষ্ঠিত হয়। জগতের সকল অশান্তি বিদায় জানাতে এবং শান্তি-মঙ্গল কামনায় প্রার্থনা করা হয় বড় দিনের এই উৎসবে। খ্রিষ্টীয় ধর্মীয়দের মাঝে উৎসবের আমেজে বড় দিনের গান ও প্রার্থনায় মুখরিত ছিলো প্যাগোডাগুলি।