ঢাকায় এসে ডেঙ্গুতে প্রাণ গেল ইতালি প্রবাসী নারীর

স্বামী-সন্তান নিয়ে দেশে বেড়াতে এসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইতালি প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে।

হাফসা লিপি (৩৪) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান।

হাফসার স্বামী সর্দার আব্দুল সাত্তার তরুণ (৩৬) নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। দুই সন্তান অলি (১২) ও আয়ানকে (৬) নিয়ে সপ্তাহ তিনেক আগে দেশে এসে কলাবাগানে উঠেছিলেন তারা।

এছাড়াও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মনোয়ারা বেগম (৭৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন ওই নারীর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেলের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দিন জানান, ওই নারীর বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। থাকতেন মিরপুর ২ নম্বরে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।