ঢাকায় কাশ্মীরি যুবক, বললেন নির্মম বাস্তবতার কথা

কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে ভারত। এরপর থেকে থেকেই সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবারেও গোটা রাজ্য জুড়ে ছিল কারফিউ, স্তব্ধ হয়ে রয়েছে সেখানের জনজীবন। সর্বত্র ভারতীয় সেনাদের টহল। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে অন্তত ছয় কাশ্মীরি নিহত ও পাঁচ শতাধিক গ্রেফতার হয়েছেন।

এদিকে শুক্রবার ঢাকায় অবস্থানরত কাশ্মীরি যুবক হৃদয় কাঁপানো বক্তৃতা দিয়েছেন। তুলে ধরলেন সেখানকার নির্মম বাস্তবতা। বললেন, দৈনিক ১০ হাজার নারী ধর্ষনের শিকার হচ্ছেন। বাইরের কেউ যোগাযোগ করতে পারছে না। ভারতের আর্মি আর পুলিশের কাছে ওখানে সবাই জিম্মি অবস্থায় আছে। তারা কাশ্মীরকে ফিলিস্তিন বানাতে চায়।

তিনি আরো বলেন, তিন চারদিন ধরে আমার পরিবারের সাথে কোন যোগাযোগ নেই। আমি জানিনা তারা বেঁচে আছে না নেই। ৫৭ টির মতো মুসলিম দেশ আছে। তারা যদি আমাদের সহযোগীতা না করে তাহলে কিয়ামতের দিন তাদের জবাব দিতে হবে। আমি আশা করি বাংলাদেশ আমাদের সাহায্য করবে। এবং তার সাথে সাথে অন্য দেশগলোও আমাদের সহযোগীতায় এগিয়ে আসবে।