ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকে ঢাকার মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি পণ্ড হয়ে গেছে।

বুধবার দূতাবাস অভিমুখে হেফাজতের মিছিল রাজধানীর শান্তিনগর এলাকায় আটকে দেয় পুলিশ।

বেলা ১২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তরগেট থেকে মার্কিন দূতাবাস অভিমুখে হেফাজতের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন, কাকরাইল হয়ে শান্তিনগর এলাকায় এলে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ।

পরে পুলিশের সহায়তায় হেফাজতের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল মার্কিন দূতাবাসের উদ্দেশে স্মারকলিপি দিতে যান।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমদ আব্দুল কাদের, মাওলানা আজীজুল হক ইসলামাবাদী ও মাওলানা ফজলুল করীম কাসেমী।

এর আগে শুক্রবার হেফাজতের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী মার্কিন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন।