ঢাকা-২০: আটকে গেলেন বিএনপি প্রার্থী তমিজউদ্দিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না ঢাকা-২০ আসনের বিএনপি প্রার্থী তমিজউদ্দিন।

তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) নেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র গ্রহণের আগে মনোনয়নপত্র জমা দেয়ার কারণে হাইকোর্ট এই আদেশ দিয়েছেন বলে জানা গেছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

এর আগে নির্বাচন কমিশনের (ইসি) বিএনপি প্রার্থী তমিজউদ্দিন মনোনয়নপত্র বৈধ সিদ্ধান্ত দিলে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন একই আসনের আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমেদ।

এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, ধামরাই উপজেলা চেয়ারম্যানের পদ থেকে তমিজউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের আগেই তিনি মনোনয়নপত্র জমা দেন। এ কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

এর বিরুদ্ধে তিনি আপিল করলে ইসি তা মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। পরে রিট করলে হাইকোর্ট ইসির সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেন।