ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ১০.৯৮% শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে মাত্র ১০ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ভর্তি অফিসে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

এবার বাণিজ্য অনুষদের ‘গ’ ইউনিটে ২৬ হাজার ৯৬৩ জন আবেদন করেন। এদের মধ্যে ২ হাজার ৮৫০ জন উত্তীর্ণ হয়েছেন।

‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতিটি ছাত্রছাত্রী তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল, বোর্ডের নাম, পাসের সাল, মাধ্যমিক পরীক্ষার রোলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।