ঢাবির রোকেয়া ও শামসুন্নাহার হলে ছাত্রীদের বিক্ষোভ

নিরাপদ ক্যাম্পাস ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা।

বুধবার রাত ১১টার দিকে রোকেয়া হলের মেয়েরা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ চলছে শামসুন্নাহার হলেও।

শিক্ষার্থীদের দাবি
১. কেন যৌক্তিক দাবির জন্য নিরপরাধ ছাত্র রাশেদকে রিমান্ডে নেয়া হবে?
২. কেন আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা হবে?
৩. যাদের জেলে নেয়া হয়েছে এখনও কেন তাদের ছেড়ে দেয়া হয়নি?
৪. আন্দোলনকারী এক মেয়ের গায়ে কেন হাত তোলা হবে?

নাম প্রকাশ না করার শর্তে রোকেয়া হলের এক ছাত্রী বলেন, ‘ছাত্রলীগ আমাদের নিরাপরাধ ভাই-বোনদের ওপর হামলা করেছে। আমরা এর বিচার চাই। একই সঙ্গে মিথ্যা ও বানোয়াট মামলায় আটক রাশেদ ভাইসহ সকলের মুক্তি চাই।’

তিনি বলেন, ‘রাশেদ ভাইকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। আমাদের আন্দোলনকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা হচ্ছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি।’