তরুন সিং এর কথায় শিল্পী এ আর মেঘের সংগীতে হাতে খড়ি….

কবে কেউ একজন মনের দুঃখে বলেছিলো গরিবের প্রতিভা বিকাশ হয় না। আর মিডিয়াতে ধান্ধাবাজের সংখ্যাই বেশি।ঠিক এ কথাটিকে ভুল প্রমাণ করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন গীতিকবি, সুরকার ও জীবনমুখী শিল্পী তরুন সিং।

কারও স্বপ্ন পুরণে সহযোগিতা করা যেন এখন তার নেশা। তেমনই একজন স্বপ্নবাজ শিল্পী এ আর মেঘ। বাড়ি রাজশাহি। ফেসবুকে পরিচয় থেকে আজ অবদি সম্পর্কটা অনেক বড় একটা গল্প।

স্বপ্নবাজদের চ্যানেল TR series এ সম্প্রতি প্রকাশ পেয়েছে শিল্পী এ আর মেঘের “খোদার কাছে একটা দাবি” শিরোনামের একটি অডিও গান।

গানটি সম্পর্কে এ আর মেঘ বলেন, আমি অনেক খুশি। তরুন দা অনেক বড় মনের মানুষ; ওনাকে না পেলে হয়তো আমার প্রতিভা বিকাশ করা হতো না। টি আর সিরিজ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমার হাতে খড়ি ওস্তাদ রুহুল আমিনকে শ্রদ্ধা। গানটির ভিডিও আসবে শ্রীঘ্রই। গানটি ভাল লাগলে শেয়ার করবেন।

এ আর মেঘের সফলতা কামনা করে TR series এর চেয়ারম্যান সুরকার ও সংগীত পরিচালক রিগান হাসান বলেন, আমাদের লক্ষ গরিব প্রতিভার বিকাশ ঘটানো। আর সংগীতের মূল ধারাতে কাজ করে যাব আজীবন।

গানটি দেখতে এখানে ক্লিক করুন