তারেককে সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি বললেন হানিফ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশের জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাংসদ মাহবুব উল আলম হানিফ। তিনি তারেকের ব্যাপারে সবাইকে সজাগ থাকার তাগিদ দিয়েছেন।

আগামী ১ এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাঁদপুর আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ তাগিদ দেন হানিফ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুর ক্লাব মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।

আগামী ১ এপ্রিল চাঁদপুর উৎসবের জেলায় পরিণত হবে উল্লেখ করে হানিফ বলেন, ‘এবার এক অন্য রকম প্রধানমন্ত্রী আসছেন চাঁদপুরে, যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে একে বিশ্বের অন্যতম উন্নয়নশীল রাষ্ট্র্রে রূপ দিয়েছেন। নিজের মেধা আর যোগ্যতা দিয়ে প্রধানমন্ত্রী বিশ্বদরবার থেকে দেশের জন্য যে সম্মান এনেছেন, তার জন্য ১ এপ্রিলের জনসভায় চাঁদপুরবাসী তাকে সংবর্ধনা দেবে।’

হানিফ বলেন, ‘বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য অতীতে যারা ষড়যন্ত্র করেছে, তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হলেন তারেক জিয়া। সুতরাং তার বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।’
নিজেরা জনগণের জন্য রাজনীতি করেন দাবি করে ক্ষমতাসীন দলের যুগ্ম সম্পাদক বলেন, ‘আর বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খাওয়ার কারণে জেলে গেছেন। সন্ত্রাস আর জঙ্গিবাদকে মদদ দেয়া ছাড়া বিএনপি কখনোই জনগণের কল্যাণে আসে নাই।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাংসদ মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘আগামী ১ এপ্রিলের জনসভায় আমরা সারা বিশ্বকে একটি প্রতিধ্বনী জানিয়ে দিতে চাই- জননেত্রী শেখ হাসিনা মানেই উন্নয়ন ও আদর্শের প্রতীক। চাঁদপুরবাসী তার শেষ রক্তবিন্দু দিয়ে শেখ হাসিনার পাশে থাকবেন।’

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, সংরক্ষিত নারী আসনের সাংসদ অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, শহিদ উল্যাহ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, আহসান উল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসনে এসডু পাটোয়ারী, শাহীর হোসেন পাটওয়ারী, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, হাজিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী, হাজিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, হাজিগঞ্জ পৌর মেয়র মাহাবুব উল আলম লিপন, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী পাটোয়ারী, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিক মাসুদা নূর খান, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেক লীগের আহ্বায়ক এ এস এম জয়নাল আবেদীন, জেলা যুব মহিলা লীগের সভানত্রেী ফরিদা ইলিয়াস, পৌর যুবলীগের আহ্বায় আ. মালেক শেখ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।