তুরস্ককে দ্রুত অভিযান শেষ করতে হবে : ইরান

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন প্রদেশে তুরস্কের সামরিক অভিযান দ্রুত শেষ করতে বলেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি রোববার জানিয়েছেন, আফরিনে তুরস্কের সামরিক অভিযান গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। সিরিয়ায় এ তুর্কি অভিযান দ্রুত শেষ হবে বলে আশা করে তেহরান। এতে তুরস্ক-সিরিয়া সীমান্তে উত্তেজনা ঠেকানো সম্ভব হবে।

তিনি বলেন, সিরিয়ায় যদি নতুন করে সহিংসতার আগুনে ঘি ঢালা হয়, তা হলে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো শক্তিশালী হয়ে উঠতে পারে।

সিরিয়ার কুর্দি গেরিলা পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজিকে নির্মূলের জন্য সীমান্তবর্তী আফরিন প্রদেশে শুক্রবার থেকে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক।

তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুর্কি সামরিক অভিযানের নিন্দা করে বলেছেন, সিরিয়ার ভেতরে তৎপর সন্ত্রাসীদের সমর্থন দেয়ার জন্য আংকারা এ অভিযান চালাচ্ছে।