তুরস্ক একমাত্র দেশ যা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারে : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, তুরস্ক মুসলিম বিশ্বের একমাত্র দেশ যা বিশ্বাস ও শান্তির জন্য আস্থাশীল। খবর ইয়ানি সাফাক

সোমবার ধর্মীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এরদোগান বলেন, তুরস্ক একমাত্র দেশ যা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারে।

তিনি বলেন, তুরস্কের আছে সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস বৃদ্ধি ও ভৌগোলিক অবস্থান। বিভিন্ন দেশের শান্তির জন্য তুরস্কের প্রতি বিশ্বাস রয়েছে। আর এ জন্যই তুরস্ক মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারে।

এ সময় এরদোগান ৭ হাজার ৫০০ দায়ের সন্ত্রাসীকে নির্মূল করেছেন বলেও জানান। তিনি বলেন, যে কোনো মূল্যে সন্ত্রাসীদের দমন করার কথাও বলেন।