তোমার জন্যে ফাল্গুন || আফসান আলম

তোমার জন্যে ফাল্গুন
আফসান আলম


কুয়াশার অলস চাদর সরিয়ে
শীতের আড়ষ্টতা কাটিয়ে
ফাল্গুনের আগুন হাওয়ায় সিদ্ধ করিতে প্রাণ
জেগেছে জনজীবন
ফুলের সুবাসে জেগেছে প্রকৃতি
বিধবার ভেশ ছেড়েছুড়ে
লালচে রঙে নববধূ সাজে, দেখো সেজেছে শিমুলতলা।

শ্যামল বাংলার গাছ গাছালিতে পত্রপল্লবের নতুন কুড়ি,
পলাশগুলো দেখো, উঠছে জেগে সোনালী রোদের ছোয়ায়
মৌমাছিদের গুঞ্জরণ, বইছে মাতাল হাওয়ায়
পাখিরাও আজ গাইছে শোনো ঘুম তাড়ানির গান।
সাদাকালো ঘোলাটে সকাল, মিষ্টির বিকেলের গান শেষে
জেগেছে কবি লিখবে বলে অগ্নিঝড়া রঙিন কাব্য
রংতুলি আর ক্যানভাসে ভাবুক রুপকার- আঁকবে বলে তোমার ছবি।
তরুণীর গায়ে জড়িয়েছে দেখো, বাসন্তী রঙা শাড়ী
তরুণের মাঝেও চলছে দেখো, বাসন্তী রঙের ছড়াছড়ি
এসবই তোমার, তোমর জন্য ফাল্গুন
বিধাতার নিজ হাতে আঁকা ছবি তুমি
তুমি বাঙালির মনে দীপ্ত চেতনার আগুন
এসো, এসো হে ফাল্গুন!