থিয়েটার কুবি’র ২ দিনব্যাপী নাট্য কর্মশালা সম্পন্ন

ইমদাদুল হক মিরন, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার কুবি’র আয়োজিত ২ দিনব্যাপী নাট্যকর্মশালা সম্পন্ন হয়েছে। ২২ ও ২৩ মার্চ (শুক্র ও শনিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুইদিনব্যাপী এই কর্মশালার দ্বিতীয় ও শেষ দিনে স্বর্ণপদক জয়ী নাট্য ব্যক্তিত্ব তরু শাহরিয়ার স্বর্গ, থিয়েটার কুবির সাবেক সভাপতি ও নাট্য নির্দেশক মেহেদী হাসান ও থিয়েটার সাস্টের কোরিওগ্রাফি দল প্রশিক্ষণ প্রদান করেন।

এর আগে কর্মশালার প্রথম দিন অভিনয়ের কলাকৌশল, মূকাভিনয়, বাচনভঙ্গি, সাংগঠনিক কার্যাবলি, শব্দ সংযোজন, সঙ্গীত, কোরিওগ্রাফিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা বেগম, জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্যকর্মী ও প্রশিক্ষক মেহেদী হাসান মুন্না এবং দীপংকর দীপ, বাংলাদেশ বেতারের জেষ্ঠ্য শিল্পী সত্যরঞ্জন দাস, সিনিয়র নাট্য কর্মী সুজাত চৌধুরী এবং সাবেক সভাপতি মহিউদ্দিন সজীব।