দর্শকের ভোটে সেরা তামিম ইকবাল

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত কুল-বিএসপিএ পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। জনতার ভোটে জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহীম, নারী দলের তারকা ক্রিকেট রুমানা আহমেদ ও শ্যুটার আব্দুল্লাহ হেল বাকিকে পিছনে ফেলে পুরষ্কারটি জিতে নেন এই ড্যাশিং ব্যাটসম্যান। তবে পারিবারিক কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তামিম।

শনিবার (৬ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে জমকালো এক অনুষ্ঠানে তামিম ইকবালের পক্ষে পুরষ্কারটি গ্রহণ করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এদিন মোট ১২টি ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম, নারী দলের তারকা ক্রিকেটার রুমানা আহমেদকে হারিয়ে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন কমওয়েলথ গেমসে রুপাজয়ী শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি।

উল্লেখ্য, ১৯৬৪ সালে প্রথম ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পুরস্কার প্রবর্তন করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। তারই ধারাবাহিকতায় গত কয়েক বছরের মতো এবারও বিএসপিএ অ্যাওয়ার্ডকে পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠি স্কয়ার গ্রুপ। তাদের ব্র্যান্ড কুল-এর সৌজন্যে বিএসপিএ অ্যাওয়ার্ড নামকরণ করা হয়েছে কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড। এবার মোট ১২টি ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করেছে বিএসপিএ।