দলকে চাপে রেখে ফিরে গেলেন ইমরুল

পাহাড় সমান রান তাড়া করতে নেমে দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। কিন্তু এক পাশ আগলে ওয়ানডে স্ট্যাইলে ব্যাটিং করে যাচ্ছিলেন ইমরুল কায়েস। তবে তাকে বেশিদূর আগাতে দিলেন না ডোয়েইন ওলিভিয়ার। ওলিভিয়ারের বলটি উইকেটের পেছন দিকে ছেড়ে ব্যাট দিয়ে খোঁচা মারতে গিয়ে কুইন্টন ডি ককের হাতে তুলে দেন ইমরুল। ফলাফল, ৩২ রান করেই সাজঘরে বাংলাদেশি ওপেনার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭২ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর মুশফিক ২০ রান নিয়ে ব্যাট করছেন।

এদিকে তৃতীয় দিন শুরুতেই সৌম্যকে (৩) সাজঘরে ফেরান রাবাদা । এরপর সৌম্যের বদলে উইকেটে আসা মমিনুলকেও ফেরান সেই রাবাদাই।

ইনিংসের নবম ওভারের শেষ বলটি বাউন্স দেন রাবাদা। যেটিকে জাগিয়ে খেলতে গেলে ডিপ স্কয়ার লেগ অঞ্চলে দাঁড়ানো মহারাজের হাতে ক্যাচ তুলে দেন মমিনুল। ফলে মাত্র ১১ রান করেই সাজঘরে ফিরতে হয় এই টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যানকে।

এর আগে মাত্র তিন রানেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। রাবাদার বলটি সৌম্য সামনের পা এগিয়ে খেলতে গেলে ব্যাটের কোণায় লেগে সেকেন্ড স্লিপের পাশ দিয়ে বেড়িয়ে যেতে শুরু করে। কিন্তু সেকেন্ড স্লিপে দাঁড়ানো ডু প্লেসি ঝাঁপিয়ে পরে ক্যাচটি লুফে নেন।

এদিকে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৫৭৩ রানের বিপরীতে ব্যাট করতে নেমে গতকাল ১৪৭ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। এক লিটন দাস ছাড়া বাকিরা ব্যস্ত ছিলেন আসা-যাওয়ার মিছিলে। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের জন্য যেটা ব্যাটিং স্বর্গ বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য সেটাই যেন মরন ফাঁদে পরিণত হয়েছিল।