দিঘীর পানিতে ডুব দিয়ে উঠলো লাশ হয়ে

ফেনী: জেলা শহরের প্রাণ কেন্দ্রে রাজাঝির দিঘী থেকে অজ্ঞাত (২০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুলাই) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিঘী থেকে লাশটি উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দেয়।

তবে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে কী কারণে মারা গেছে তাও জানা যায়নি।

পুলিশ জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় দিকে এক যুবক দিঘীর পানিতে ডুব দেয়। পরে তার কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত দিঘীতে অভিযান চালায়। নিখোঁজ যুবকের কোন সন্ধান না পাওয়ায় চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ফেনী এসে বুধবার ভোর থেকে দিঘীতে সন্ধান অভিযান শুরু করে। সকাল ৯টার দিকে দিঘীর মাঝ অংশ থেকে যুবকের লাশটি উদ্ধার করে দমকলকর্মীরা। লাশের ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

অন্য একটি সূত্রে জানা গেছে- নিহত ব্যক্তি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আবুল বশরের ছেলে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা জানান, এখন পর্যন্ত (দুপুর ১টা ৩০ মিনিট) ময়না তদন্ত হয়নি। কী কারণে মরতে পারে তা ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি তদন্ত) মো. শহীদুল ইসলাম লাশ গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।