দীর্ঘ ৫২ বছর পর খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস শুরু

১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর খুলনা-কলকাতার মধ্যে বন্ধ হয়ে পড়া ট্রেন সার্ভিস বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে।

৫২ বছর পর বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হয়। ১০ কামরার ট্রেনটি পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত।

খুলনা রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, ট্রেনটি বেনাপোলে পৌঁছেছে। সঠিক সময়ে খুলনা পৌঁছলে দেড়টার দিকে ট্রেনটি কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে।

সূচি অনুযায়ী, বন্ধন এক্সপ্রেসটি প্রতি বৃহস্পতিবার খুলনায় যাবে ও ফিরে আসবে। এই ট্রেনে থাকছে ৪৫৬টি আসন।

এর আগে ৯ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই ট্রেন চলাচল। বেলা ১১টা ৫ মিনিটে আন্তর্জাতিক কলকাতা রেলস্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের যাত্রা উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।