দুর্গাপুরে জলসিঁড়ি সম্মাননা পেলেন নেত্রকোনার ৪ গুণীজন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সংস্কৃতির ধারক, বাহক জলসিঁড়ি প্রাঙ্গন ও ‘জলসিঁড়ি পাঠকেন্দ্র’র ১৫ বছর পূর্তি উপলক্ষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ জলসিঁড়ি সম্মাননা পেয়েছেন নেত্রকোনার চার গুণীজন।

এ উপলক্ষে বিরিশিরি ইউনিয়নের গাভীনা গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় জলসিঁড়ি মিলনায়তনে জলসিঁড়ি‘র সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে ‘শূন্যেরে করিব পূর্ণ-এই ব্রত বহিব সদাই’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠান উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী সংসদ এর সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। দুই পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, রেভা মনিন্দ্র নাথ মারাক, এড. সিতাংশু বিকাশ আচার্য্য, সাহিত্যিক আলী আহাম্মদ খান আইয়োব, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, আদিবাসী গবেষক মতি লাল হাজং, স্বপন হাজং, আলী ইউসুব, ছড়াকার কামরুজ্জামান চৌধুরী, জলসিঁড়ি পাঠকেন্দ্রের প্রতিষ্ঠাতা দীপক সরকার প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জলসিঁড়ি প্রতিবছর ৪জনকে এ ধরনের সম্মাননা দিয়ে থাকে। এবার ভাষা সৈনিক আজিম উদ্দিন আহাম্মদ, পুলিশ মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, ছড়াকার সঞ্জয় সরকার ও কবি মামুন খান কে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।