দুর্গাপুরে স্পট মিটারিং কর্মসূচী

দুগাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি দুর্গাপুরে বুধবার স্থানীয় প্রেসক্লাব মাঠে জোনাল অফিস কর্তৃক আয়োজিত স্পট মিটারিং কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, স্থানীয় গ্রাহকদের উপস্থিতিতে দিনব্যাপী কর্মসূচীর আওতায় যে কোন বিদ্যুৎ গ্রাহককে আবেদন করার ২৪ঘন্টার মধ্যেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

কর্মসুচীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিএম মোঃ মকবুল হোসেন চৌধুরী, এজিএম ওয়াদুদ হোসেন, এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মোঃ মোজাফফর হোসেন, ওয়েরিং পরিদর্শক মোঃ মিজানুর রহমান, মিটার টেষ্টার মোঃ শাহজাহান সহ পল্লী বিদ্যুতের কারিগরি টিম।

বক্তারা বলেন, বর্তমান সরকার জনগনের ভাগ্য উন্নয়নে সব ধরনের কাজ করে যাচ্ছেন। দেশকে সামনে এগিয়ে নিতে ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।