দুর্দশাগ্রস্ত মানুষের পাশে বিএনপি কখনোই দাঁড়ায়নি : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ঢাকায় বসে সব সময় দুর্দশার চিত্র বলে। অথচ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে তাঁরা কখনোই দাঁড়ায়নি।’

শনিবার ফেনীর মহিপালে নির্মাণাধীন দেশের প্রথম ‘সিক্স লেইন’ ফ্লাইওভার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘তাঁরা যখন ক্ষমতায় ছিলেন চার লাখ লোককে নিয়ে সেখানে যে বিপর্যয় শুরু করেছিল, পাহাড়ে যে ভারসাম্যহীন পরিবেশ যে তারা শুরু করেছিল, চার লাখ বাঙালিকে নিয়ে সেখানে পুনর্বাসন করেছিল, তাদের ভবিষ্যৎও ছিল বিপন্ন। তাঁদের জন্য কোনো ব্যবস্থা তাঁরা করেননি।’

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘তাঁরা হাওরেও যায়নি, তাঁরা উপকূলেও যায়নি। তাঁরা এখন পর্যন্ত পাহাড়ে যায়নি। আমরাই প্রথম গিয়েছি।’ তিনি আরো বলেন, ‘সমালোচনা না করে বিএনপিকে বলি জনগণের পাশে দাঁড়ান। রিঅ্যাকটিভ কথা না বলে প্রোঅ্যাকটিভ ভূমিকা পালন করেন।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি হাওরে বিপর্যয় দেখতে যায়নি। সাতদিন পার হয়ে গেছে রাঙামাটি যায়নি। আগামীকাল ফটোসেশন করতে তারা রাঙামাটি যাবে। সরকার জরুরি ব্যবস্থা নিয়েছে বিধায় নগদ টাকা, টিনসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

ফেনীর নির্মাণাধীন ফ্লাইওভার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ের প্রায় পাঁচ-ছয় মাস আগে এ ফ্লাইওভারের কাজ শেষ হবে। অর্থাৎ এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারি মাসে কাজ শেষ হলে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন। তখন মহাসড়কের যানজট অনেক কমে যাবে।’

এ সময় ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায় সহ জেলা প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।