দুর্নীতিবাজদের লোভের জিহ্বা কাটা শুরু করেছি : দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, এখন মানুষের আর অভাব নেই। লোভেই দুর্নীতি করে। লোভের জিহ্বা কেটে দিতে চাই। অলরেডি জিহ্বা কাটা শুরু করছি।

দুদক কৌশলপত্র ২০১৯ এর উপর কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, মানুষ দুই কারণে দুর্নীতি করে। অভাবে পড়ে দুর্নীতি করে আর লোভে দুর্নীতি করে। মানুষের এখন অভাবের প্রয়োজন মিটে গেছে।

শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিচিত দুর্নীতিবাজদের তালিকা আমরা করছি। তাদের বিরুদ্ধে তথ্য উপাত্ত ও সম্পদের বিবরণ সংগ্রহ করছি। তাদেরকে ছাড় দেওয়া হবে না।

বেসিক ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, বেসিক ব্যাংকের কি হলো? আমরা সেখান থেকে ১৫ শত কোটি টাকা আদায় করেছি। এটাই তো একটা কাজ। আপনারা বলেন ‘বেসিক ব্যাংকের চার্জশিট দেন না কেন? সময়মত দেওয়া হবে। এটা এমন না যে সময় শেষ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, ব্যাংকাররা যদি সঠিকভাবে কাজ করে, তাহলে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে। ব্যাংক যদি রুলস্ না মেনে ঋণ না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।