দেখতে অদ্ভুত ডিমের মত কিন্তু এটিই বিশ্বের দ্রুততম বাইক

মনুষ্য চালিত দ্রুতগতির যান তৈরিতে এগিয়ে রয়েছে ‘অ্যারোভেলো’ নামের এক সংস্থা। দ্রুতগতির বিমান তেরি করার পর এবার সবথেকে দ্রুতগতির বাইক তৈরি করে রেকর্ড করল ওই সংস্থার কানাডার টিম।

রেকর্ড স্পিডে চলার ক্ষমতা রাখে এই বাইক। নতুন এই বাইকের নাম Eta. নিজেদের তৈরি রেকর্ড ভেঙে নতুন বাইকের গতি ৮৯.৫৯ মাইল প্রতি ঘণ্টা করতে সফল হয়েছে এই সংস্থা।

প্রাচীন গ্রীসে Eta ছিল প্রযুক্তিগত কাজকর্মের প্রতীক। এই বাইক কিন্তু সাধারণ বাইকের মত দেখতে নয়। সাদা ডিমের মত দেখতে এটি। এই বাইক তৈরিতে কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে পাইলটের বসার জায়গা থাকবে।

তবে কোনও কাঁচের ক্যানোপি থাকবে না, যা দিয়ে সামনের রাস্তা দেখা যাবে। বাইকের মাথায় লাগানো দুটি ক্যামেরা দিয়ে সামনের রাস্তাটি দেখতে বে।

এর মধ্যে একটি কম্পিউটারও থাকবে। কোন সময়ে গতি কমাতে হবে, সেটা বলে দেবে ওই কম্পিউটার। গাড়ি যে গতি তুলতে পারে না, সেই গতিতে ছুটবে ওই বাইক। কলকাতা ২৪