দেশজুড়ে স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘটের ডাক

দেশজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি (বাজুস)। বৃহস্পতিবার রাজধানীর নিউ মার্কেটে আমিন জুয়েলার্সে ভ্যাট গোয়েন্দাদের অভিযানের পর বিকাল ৫টা থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। জুয়েলারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগরওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যবসার খাতাপত্রসহ আমিন জুয়েলার্সের ব্যবস্থাপককে ধরে নিয়ে গেছে ভ্যাট গোয়েন্দারা। এ ঘটনার প্রতিবাদে জুয়েলারিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।

জুয়েলারি ব্যবসা বান্ধব আমদানি নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।

এর আগে, বনানীর ধর্ষণকাণ্ডের প্রধান আসামি সাফাত আহমেদের গ্রেফতারের পর তার বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ‘ডার্টি মানির’ খবর প্রকাশ হয়। এর জের ধরে আপন জুয়েলার্সের শাখাগুলোতে অভিযান চালিয়ে প্রায় ৩০০ কেজি স্বর্ণ ও ৬১ গ্রাম ডায়মন্ড জব্দ করে শুল্ক গোয়েন্দারা। ওই স্বর্ণ ও ডায়মন্ডের কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি আপন জুয়েলার্স কর্তৃপক্ষ।