‘দেশের প্রতি ৬৫৭৯ জনের সেবায় ডাক্তার ১ জন’

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরিরত ১ জন চিকিৎসকের বিপরীতে সেবা গ্রহণকারীর সংখ্যা ৬ হাজার ৫৭৯ জন। আর বিএমডিসির রেজিস্ট্রেশন অনুযায়ী দেশে ডাক্তার (সরকারি-বেসরকারি) ও জনসংখ্যার অনুপাত ১:১৮৪৭ জন।

সোমবার জাতীয় সংসদে দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগে ডাক্তারের মোট ২৪ হাজার ২৮টি পদের বিপরীতে কর্মরত আছেন ২২ হাজার ৩৭৪ জন। এ ছাড়া বর্তমানে সিম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিষ্টেম (এসভিআরএস) ২০১৫ সালের ১ জুলাই অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যা ১৫৮.১ মিলিয়ন।

অ্যাড. মো. জিয়াউল হক মৃধার অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশের হাসপাতালগুলোতে শূন্যপদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে ৫ হাজার নতুন ডাক্তার নিয়োগের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে ডাক্তারের ঘাটতি পূরণ সম্ভব হবে।