দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী দীপু মনি

স্বাধীনতার ৪৭ বছর পর দেশ পেতে যাচ্ছে একজন নারী শিক্ষামন্ত্রী। তিনি ডা. দীপু মনি। যিনি এর আগেও প্রথম নারী হিসেবে পররাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

রোববার বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

৪৬ সদস্যের এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী থাকছেন।

এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ডা. দীপু মনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী মন্ত্রী।

এর আগে নবম সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দেশে তিনিই প্রথম নারী হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ছিলেন দশম সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

সামাজিক উন্নয়ন এবং প্রশাসনিক ক্ষেত্রে তার অনন্য অবদানের জন্য ইতিমধ্যে তিনি মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

২০১৬ সালে আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে তিনি পুনরায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ছাড়া এখন পর্যন্ত মোট ৩ জন নারী মন্ত্রিত্ব পাচ্ছেন।

অন্য দুই নারী হলেন- বেগম মন্নুজান সুফিয়ান ও বেগম হাবিবুন নাহার। এরমধ্যে মন্নুজান পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বেগম হাবিবুন।