দেশে সাক্ষরতার হার ৭১ শতাংশ : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০১৬ সালে দেশে সাক্ষরতার হার ছিল শতকরা ৭১ ভাগ। এর মধ্যে পুরুষ সাক্ষরতার হার ৭৩ ভাগ ও নারী সাক্ষরতার হার ৬৮ দশমিক ৯ ভাগ।

২০০৯ সালে দেশে এ হার ছিল ৪৬ দশমিক ১৫ ভাগ। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, জেলাওয়ারী সাক্ষরতার হারের মধ্যে রয়েছে, ঢাকায় ৭০ দশমিক ৫৪ ভাগ, ঝালকাঠিতে ৬৬ দশমিক ৬৮ ভাগ, পিরোজপুরে ৬৪ দশমিক ৮৫ ভাগ, গাজীপুরে ৬২ দশমিক ৬০ ভাগ, নড়াইলে ৬১ দশমিক ২৭ ভাগ, বরিশালে ৬১ দশমিক ২৪ ভাগ, খুলনায় ৬০ দশমিক ১৪ ভাগ, ফেনীতে ৫৯ দশমিক ৬৩ ভাগ, বাগেরহাটে ৫৮ দশমিক ৯৮ ভাগ, চট্টগ্রামে ৫৮ দশমিক ৯১ ভাগ, কুমিল্লায় ৫৩ দশমিক ৩২, সিলেটে ৫১ দশমিক ১৮, রাজশাহীতে ৫২ দশমিক ৯৮, রংপুরে ৪৮ দশমিক ৫৫ এবং ময়মনসিংহে ৪৩ দশমিক ৪৯।