দোহায় পাইলট আটকের খবর সঠিক নয় : বিমান কর্তৃপক্ষ

কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্ট না থাকার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট আটক হওয়ার যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ঠিক নয় বলে দাবি করেছে সংস্থাটি।

শুক্রবার এক বিবৃতিতে বিমান জানায়, দোহায় তাদের কোনো পাইলট আটক, গ্রেপ্তার বা আটকে দেওয়ার ঘটনা ঘটেনি।

বিবৃতিতে বলা হয়, ৫ জুন বিমানের ঢাকা-চট্টগ্রাম-দোহা রুটে বিজি১২৫ ফ্লাইটের অপারেটিং ক্যাপ্টেন হিসেবে ফ্লাইট পরিচালনা করেন ক্যাপ্টেন ফজল মাহমুদ। দোহায় অবতরণের পর তিনি লক্ষ্য করেন যে তাঁর পাসপোর্ট সঙ্গে নেই। এমন অবস্থায় তিনি ইমিগ্রেশনে না গিয়ে দোহা বিমানবন্দরে বিমানের স্টেশন ম্যানেজার ও ঢাকা অফিসের সঙ্গে যোগাযোগ করেন এবং ইমিগ্রেশন চেক পয়েন্টের আগে ট্রানজিট হোটেল অরিক্সে চলে যান।

গত ৬ জুন সন্ধ্যায় ফজল মাহমুদের পাসপোর্ট দোহায় পাঠানো হয় এবং তিনি স্বাভাবিক নিয়মে কোনো জটিলতা ছাড়াই ইমিগ্রেশন সম্পন্ন করে দোহা নগরীতে বিমানের ক্রুদের নির্ধারিত হোটেল ক্রাউন প্লাজায় উঠেন। বর্তমানে তিনি হোটেলে অবস্থান করছেন এবং বিমান কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ১০ জুন ভোরে দোহা থেকে বিজি১২৬ ফ্লাইট পরিচালনা করে ঢাকায় আসবেন, বলা হয় বিবৃতিতে।