নতুন বাস পেলেন কুবি শিক্ষার্থীরা

ইমদাদুল হক মিরন, কুবি থেকে : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহনে ৭৮ লাখ টাকার নতুন একটি বাস যুক্ত হয়েছে। সোমবার (১১সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাসটি আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো: আবু তাহের, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন , বাস ক্রয় কমিটি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।

নতুন এ বাসটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দেয়া হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ও বিআরটিসির ভাড়া করা বাসসহ মোট বাসের সংখ্যা হল ১৫টি। বাসটির আসন সংখ্যা ৪০।

উপাচার্য বলেন, ‘এখন শিক্ষার্থীদের বাস সংকট কিছুটা হলেও কমবে। শিক্ষার্থীদের দায়িত্ব বাসটির যথাযথ ব্যবহার করা। আরও বাস ক্রয় বা পাওয়া গেলে তা শিক্ষার্থীদের দেয়া হবে।’